
পদ্মা বহুমুখী সেতুর গর্বিত অংশীদার আর পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা বেষ্টিত শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রাতষ্ঠান সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ। এ জেলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজেটি অসামান্য ভূমিকা রেখে চলেছে। ১৯৯৪ খ্রিস্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৭ খ্রিস্টাব্দে জাতীয়করণ হয়। শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ হলেও বর্তমানে ডিগ্রী পাস কোর্স ও অনার্স কোর্স প্রবর্তনের মধ্য দিয়ে শরীয়তপুর জেলার নারীদের উচ্চশিক্ষার দ্বার সম্প্রসারিত হয়। এ কলেজে রয়েছে মুজিব কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার। এর ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সরাসরি সংস্পর্শে এসে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের উপযুক্ত দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।